শহিদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ধনবাড়ী ফুটবল একাডেমি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ পিএম

ছবি: যুগান্তর
টাঙ্গাইলের বাসাইলে শহিদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় সখিপুর সানবান্দা স্পোর্টিং ক্লাব দলকে ২-১ গোলে পরাজিত করে ধনবাড়ী ফুটবল একাডেমি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার বিকেল ৪টায় বাসাইল উপজেলার দাপনাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: হামিদুল হক মোহন।
এ সময় হামিদুল হক মোহন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে।
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয় । এ আন্দোলনে আবু সাঈদ ও মারুফের মত অসংখ্য ছাত্র-জনতা জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না।
তিনি আরো বলেন, তরুণদের এই ধরনের আয়োজন খেলাধুলার প্রতি তাদের আরও বেশি অনুপ্রাণিত হবে। তরুণ সমাজকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে। আগামীতে আরো বেশি খেলাধুলার আয়োজনের আহ্বান জানান তিনি।
দাপনাজোর আর এম এইচ স্মৃতি সংঘের আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সোপান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক তরী ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর শাহ আলম শাওন প্রমুখ।
মাঠে উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উপস্থিত থেকে মনোমুগ্ধকর ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল কে ৪০ হাজার টাকা ও ট্রফি বিতরণ করেন।