Logo
Logo
×

সারাদেশ

স্বামীকে ফোন কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

Icon

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

স্বামীকে ফোন কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ফোন কলে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, টেটিয়া গ্রামের মুছা মিয়ার মেয়ে ও চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সামিয়াকে (১৫) মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম প্রেমের ফাঁদে ফেলে দুই মাস আগে ১০ লাখ টাকা কাবিনে নারায়ণগঞ্জ কোর্টে বিয়ে করেন। 

বিয়ের পর তারা দুমাস নারায়ণগঞ্জে থেকে কয়েকদিন আগে নিজ এলাকায় ফিরে সামিয়াকে তার পিত্রালয়ে রেখে আসেন। পরে স্বামী নাসিম ১০ লাখ টাকা কাবিনকে ১ লাখ টাকা না করলে সামিয়াকে আর তার সংসারে আনবেন না বলে জানান। এ নিয়ে কয়েকদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। 

এরই জেরে শুক্রবার সকালে সামিয়া তার বাবার বাড়িতে স্বামী নাসিমকে ফোন কলে রেখে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

পরে টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সামিয়ার বাবা মুছা মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাসিম একজন বখাটে ছেলে। এর আগেও মেয়েদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে একাধিক বিয়ে করে অনেকের জীবন নষ্ট করেছে। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম