Logo
Logo
×

সারাদেশ

সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

Icon

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭ পিএম

সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

রংপুরের কাউনিয়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় জোনাব আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের বিজলের ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জোনাব কুর্শা ইউনিয়নের গদাধর গ্রামের মৃত্যু নুর বকস আলীর ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকালে বিজলের ঘুন্টি বাজারে রাস্তা পার হওয়ার সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী অটোরিকশাটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় জোনাবের। 

কাউনিয়া থানা ওসি আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম