
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫০ এএম
সাবেক ইউপি চেয়ারম্যানকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
-67b0939a8b29c.jpg)
আরও পড়ুন
ঝালকাঠির নলছিটিতে রানাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হদুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে হদুয়া সিনিয়র মাদ্রাসার সামনের সড়়কে আব্দুস সালামকে ঘেরাও করে মারধর করেন স্থানীয়রা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় তারা। ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, বৈষম্যবিরোধী আন্দোলনে আব্দুস সালাম রানাপাশা ইউপির চেয়ারম্যান ছিলেন। এ সময় দলীয় প্রভাব খাটিয়ে এলাকার স্থানীয় ছাত্র ও লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানি করেছেন তিনি।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম জানান, ২০২২ সালের ১ সেপ্টেম্বর উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় আব্দুস সালামকে গ্রেফতার দেখানো হয়েছে।