Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে বিএনপির কর্মীসমাবেশে বক্তারা

প্রাথমিক বিজয় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম

প্রাথমিক বিজয় হলেও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশে বক্তারা বলেছেন, ছাত্রজনতার আন্দোলনে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। তবে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি আমরা। বাংলাদেশের ভাগ্য আকাশে দুর্যোগের ঘনঘটা ও কালো মেঘ জমেছে। অনেক শকুন আকাশে উড়ছে মরা গরু আহারের জন্য। কাজেই ৫ আগস্টের আগের মতো ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থেকে প্রতিহত করতে হবে। 

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুম আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ধামরাই উপজেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। 

ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বড়শিয়ার নেতা আব্দুস সালামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি ছিলেন এ বিদ্যাপীঠের সাবেক অধ্যক্ষ ও ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, বেসরকারি এনজিও সংস্থা প্রগতির পরিচালক বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম শরীফ এবং বিএনপি নেতা ও ঢাকা হেলথ কেয়ার হাসপাতালের পরিচালক মোহাম্মদ ওয়াসিম মোল্লা।

সমাবেশে আরও বক্তব্য দেন, ধামরাই পৌর বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, খন্দকার আবু তাহের মুকুট, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ লোকমান হোসেন, ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা যুবদল নেতা মোহাম্মদ মুরাদ বিশ্বাস, ধামরাই শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দুলাল খান, যুবদল নেত্রী সামিয়া আক্তার, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল হোসেনসহ আরও অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম