Logo
Logo
×

সারাদেশ

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ পিএম

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পাকুন্দিয়া পৌরসদরের হাপানিয়া এলাকার পলিগ্যান স্কুলের পাশে আসাদ মিয়ার ভবনে এ ঘটনা ঘটে। 

নিহত শাকিল উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধার চর এলাকার গ্রাম পুলিশ মো. শরিফ মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, সকালে শাকিল ওই ভবনে কাজ করতে যান। সেখানে দুপুর ১২টার দিকে অসতর্কভাবে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।  সেখানে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। 

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম