Logo
Logo
×

সারাদেশ

উলিপুরে আসাদুল হাবীব দুলু

ভারতের আপত্তিতে হয়নি চীনের তিস্তা মহাপরিকল্পনা

Icon

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ পিএম

ভারতের আপত্তিতে হয়নি চীনের তিস্তা মহাপরিকল্পনা

তিস্তা নদীকে ঘিরে একটি মহাপরিকল্পনা করেছিল চীন। বিষয়টি অনেকটা এগিয়েছিল। তবে অজানা কারণে হুট করেই পরিকল্পনাটি আর বাস্তবায়িত হয়নি। এর জন্য দিল্লিকে দুষছেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা চীনের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি ভারতের আপত্তিতেই। দেশ ও মানচিত্র হলো আমার, আর দিল্লিতে বৃষ্টি হলে শেখ হাসিনা ছাতা ধরতো বাংলাদেশে। জুলাই আন্দোলনে পতিত শেখ হাসিনা সরকারকে ভারত আশ্রয় দিয়েছে। তারা কি আমাদের বন্ধু হতে পারে, পারে না। অনেক বুদ্ধিজীবী বলে ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। অথচ, তারা বাংলাদেশের তালপট্টি দখল করে। সীমান্তে প্রতিদিন নিরীহ মানুষ গুলি করে হত্যা করে। তারা কোনো দিন আমাদের বন্ধু হতে পারে না।’

কুড়িগ্রামের উলিপুরের থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে হওয়া জনসভায় এসব কথা বলেন আসাদুল হাবীব দুলু।

বিএনপির কেন্দ্রীয় কমিটির এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘রংপুর হবে সারা দেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধশালী এলাকা। রংপুরের মানুষ খাদ্যশস্যে সবচেয়ে অগ্রগামী। শষ্য ভাণ্ডার হবে রংপুর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এ এলাকার মানুষকে কাজের জন্য বাইরে যেতে হবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের প্রতি কোনো ভালোবাসা ছিল না শেখ হাসিনার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাসিনাকে বলেছিলেন, ‘তুমি তিস্তার পানি চাও না গদি চাও।’ তিনি গদি চেয়েছিলেন। কারণ তিস্তা পারের মানুষ তাকে ভোট দেয় না। তাকে ভোট দেয় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ভাইয়েরা।’

আসাদুল হাবীব দুলু বলেন, ‘বাংলাদেশকে যারা ছোট মনে করে তাদেরকে বলি, পৃথিবীর শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের। তারা কিন্তু আমাদের কাছে পরাজিত হয়েছে। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। আন্দোলন করেই আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম