Logo
Logo
×

সারাদেশ

বাড়িতে আগুন, তালাবদ্ধ কক্ষে পুড়ে শিশুর মৃত্যু

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২১ পিএম

বাড়িতে আগুন, তালাবদ্ধ কক্ষে পুড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সুখদেব গ্রামের এ ঘটনায় পুড়ে মারা গেছে চার বছর বয়সি এক শিশু।

নিহত আইরিন ওই গ্রামের আলামিনের মেয়ে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঘুমন্ত আইরিনকে ঘরে তালা দিয়ে বাড়ির পাশে হওয়া ওয়াজ মাহফিলে যায় আলামিনের পরিবার। রাত সাড়ে ১১টার দিকে বাড়িটিতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা চার বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায়।

রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে আমাদের পৌঁছাতে দেরি হয়েছে। আমাদের যাওয়ার আগেই বাড়ির চারটি ঘর ও রান্না ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় এক শিশুও। লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন বলেন, ‘শনিবার দুপুরে শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম