Logo
Logo
×

সারাদেশ

শবেবরাতের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

শবেবরাতের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র শবেবরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। রোববার সকাল থেকে আবারও শুরু হবে বন্দর কার্যক্রম। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। দুই দেশের ব্যবসায়ীদের বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

এদিকে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে সকল প্রকার পাসপোর্ট যাত্রী পারপার স্বাভাবিক আছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মধ্যে বৈধ পথে যাতায়াত করতে পারবে। আমরা সকল প্রকার পাসপোর্ট যাত্রীদের যাচাই পূর্বক ভ্রমণের সহযোগিতা করছি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম