Logo
Logo
×

সারাদেশ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩

Icon

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ এএম

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩

৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে তিন মুসল্লি মারা গেলেন।

মারা যাওয়া মুসল্লিরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানা সদরের মৃত এলেম শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৬২) ও বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পন্ডিতের ছেলে নাজমুল হোসেন (৭৫)। এর আগে মারা যান খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে দিদার তরফদার (৫৫)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে আব্দুল আজিজ শেখ ও নাজমুল হোসেন মারা যায়। বৃহস্পতিবার মারা যায় দিদার তরফদার।

জানা যায়, বিশ্ব ইজতেমার ২৭নং খিত্তার মুসল্লি আব্দুল আজিজ শেখ শুক্রবার রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তার সঙ্গের মুসল্লিরা আব্দুল আজিজ শেখকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। একই কারণে ৭২নং খিত্তার মুসল্লি নাজমুল হোসেন রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম যুগান্তরকে তিন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। এপর্বে মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা অংশ নিয়েছেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম