Logo
Logo
×

সারাদেশ

এক দিনে ৪০ হাজার হিজল করচ রোপণ করলেন সহস্রাধিক শিক্ষার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৮ পিএম

এক দিনে ৪০ হাজার হিজল করচ রোপণ করলেন সহস্রাধিক শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রামসার সাইট অব টাঙ্গুয়ার হাওড়ে একদিনে এক সঙ্গে সহস্রাধিক শিক্ষার্থী রোপণ করলেন ৪০ হাজার হিজল করচ গাছ।

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর আয়তনের জলাভূমির চারপাশে থাকা ৮৩টি গ্রামকে বর্ষায় হাওড়ের ঢেউ ও উজানের ধেয়ে আসা বানের পানি থেকে সুরক্ষা দিতে গাছগুলো রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গুয়ার হাওড়ের তদারকিতে থাকা সুনামগঞ্জ জেলা প্রশাসক।

সিলেট বন বিভাগের উদ্যোগে সুনামগঞ্জ জেলা প্রশাসন, তাহিরপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় টাঙ্গুয়ার হাওড়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি শিক্ষার্থীদের হাতে টাঙ্গুয়ার হাওড়ে জেগে ওঠা ভূমির ৬৫ একর ভূমিতে ৪০ হাজার হিজল, করচ গাছ রোপণ করা হয়।

ওই দিন পরিচ্ছন্নতা অভিযান ও গাছ রোপণে (বৃক্ষরোপণ) অংশ নেন তাহিরপুর উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়জ্জেমপুর উচ্চ বিদ্যালয়, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ১ হাজার শিক্ষার্থী।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুল হাসেম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সমাজ উন্নয়ন কর্মী, পরিবেশবাদী সংগঠনের দায়িত্বশীলগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

শুক্রবার সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া যুগান্তরকে বলেন, হাওড় তীরবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন সময় সুযোগ পেলে গাছগুলোকে দেখে রাখেন; মূলত এ কারণেই শিক্ষার্থীদের গাছ রোপণে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়াও রোপণ করা প্রতিটি হিজল করচ গাছে শিক্ষার্থীদের নেমট্যাগ লাগিয়ে দেওয়া হবে, ভবিষ্যতে শিক্ষার্থীরা যেন বলতে পারেন- এ গাছটি আমি লাগিয়েছিলাম। পাশাপাশি নিজ বসতবাড়ি, নিজ এলাকায় গাছ রোপণে শিক্ষার্থীরা উৎসাহিত হবেন বলেটি আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম