দোকানের মাল কিনতে বের হয়ে তিনদিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল কিনতে বাড়ি থেকে বের হয়ে তিন দিনেও ফেরেননি ঢাকারর নবাবগঞ্জ উপজেলার এক ব্যবসায়ী। সম্ভাব্য সব স্থানে খুঁজে না পেয়ে আতঙ্কের মধ্যে আছে ওই ব্যবসায়ীর পরিবার।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার নবাবগঞ্জ থানায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ওই ব্যক্তির নাম বাপন বণিক (৩৩)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বিমল বনিক ও গীতা বনিকের ছেলে। তার মাঝিরকান্দা বাসস্টান্ডে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বাপন বনিকের স্ত্রী প্রিয়া বনিক জানান, গত বুধবার সকাল ৯টায় তার ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনতে সে ঢাকার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ওই দিন বিকাল গড়িয়ে রাত হলেও সে আর বাসায় ফিরেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে কল দেন তিনি। কিন্তু ফোন বন্ধ পান। এর পর আত্মীয়স্বজন অনেকের কাছে খোঁজ করেও তার কোনো হদিস পাননি।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে বাপন বনিকের ছোট ভাই আপন বনিক স্থানীয় নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। আমার স্বামী ব্যবসায়ী। সুনির্দিষ্ট কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আমি চাই, আমার স্বামী সুস্থ-স্বাভাবিকভাবে আমাদের মাঝে ফিরে আসুক।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, জিডিতে পরিবার থেকে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে তার সন্ধান পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
জিডির তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার এসআই মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি নিখোঁজ ব্যক্তিকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করা যায়। আশা করি শিগগিরই তার সন্ধান পাওয়া যাবে।