নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান জুয়েল গ্রেফতার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

ময়মনসিংহের নান্দাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান মাহমুদ জুয়েলকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে নান্দাইল পৌর সদর নিজ বাস ভবন থেকে হাসান মাহমুদ জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, হাসান মাহমুদ জুয়েল নান্দাইল আসনের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিশ্বস্ত কর্মী ছিলেন। ২০১৯ সালে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পূর্বে তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
নান্দাইল মডেল থানার ওসি মো. ফরিদ আহম্মেদ জানান, ২০১৮ সালে সংসদ নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৪ জানুয়ারি উপজেলা বিএনপি নেত্রী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী রফিকুল ইসলামের দায়ের করায় মামলায় প্রধান আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।