Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনতাই

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনতাই

দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাব পরিচয়ে মো. রাসেল আহম্মেদ (৪৬) নামে এক ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৪৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী রাসেল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মাওয়া মহাসড়কের তেঘরিয়া আন্ডারপাসের নিচে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাসেল ও তার ফুফাতো ভাই বিশেষ প্রয়োজনে স্ত্রীর ৩৮ ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করে নগদ ৪৭ লাখ ৫০ হাজার টাকা নিয়ে রাজধানীর তাঁতিবাজার থেকে কেরানীগঞ্জে এসে কদমতলী গোলচত্বর থেকে সিএনজিযোগে আব্দুল্লাহপুর হয়ে নিজ বাড়ি সোনাকান্দা যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে তেঘরিয়া আন্ডারপাসের এখানে পৌঁছালে ৬-৭ জন অজ্ঞাত লোক র‍্যাব পরিচয়ে সিএনজির গতিরোধ করে তাদের দুই ভাইকে নামিয়ে হাতে হ্যান্ডকাফ পরিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়।

পরবর্তীতে চোখে কাপড় বেঁধে মারধর করে ও পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ, মোবাইল, মানিব্যাগ ও পকেটে থাকা টাকা-পয়সা সব মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকা লুটে নেয়। পরে হ্যান্ডকাফ ও চোখের বাঁধন খুলে ঢাকা-মাওয়া হাইওয়েতে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী রাসেল মিয়া জানান, এত টাকা নিয়ে চলাচল করার সময় ভয়ে আমি রিজার্ভ সিএনজি ভাড়া করি নাই। তিনজন যাত্রীর সঙ্গে আমিও আমার ফুফাতো ভাই কদমতলী থেকে আব্দুল্লাহপুরের সিএনজিতে উঠেছিলাম। আমাদের সিএনজি থেকে তুলে নেওয়ার সময় র‍্যাব পরিচয় দেওয়ায় সিএনজির অন্য যাত্রীরা ভয়ে কোনো কথা বলেনি।

তিনি বলেন, সিএনজি থেকে তুলে আমার চোখ বাধার আগে আমি তাদের মুখ দেখেছি, পরবর্তীতে দেখলে তাদের চিনতে পারব। তাদের বয়স ৩৫-৫০ এর মধ্যে এবং একজনের মুখে দাঁড়ি আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ ও র‍্যাব যৌথভাবে এ ঘটনায় কাজ করছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম