Logo
Logo
×

সারাদেশ

বসন্তবরণ-বিশ্ব ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম

বসন্তবরণ-বিশ্ব ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকদের ভিড়

ঋতুরাজ বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। প্রকৃতিতে শীতের তীব্রতা কাটলেও বসন্তের হিমেল পরশে পর্যটকদের আনন্দ-উন্মাদনায় পুরো সৈকত জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ।

সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটাসহ সৈকতে দাঁড়িয়ে প্রিয়জনের সঙ্গে সেফলি তুলে দিনটি উপভোগ করছেন পর্যটকরা।

এদিকে লেম্বুর চর, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন তাঁতপল্লী, শুটকি পল্লী  ফিস ফ্রাইপল্লীতে এবং আলীপুর-মহিপুর মৎস্যবন্দরেও রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি।

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ঢাকার জুরাইনে বসবাসরত ব্যবসায়ী রাজিব আহমেদ। তিনি স্ত্রী দিলারা আহমেদকে এই বিশেষ দিনটি উপহার দিতে কুয়াকাটা ছুটে এসেছেন। তিনি যুগান্তরকে বলেন, বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে দিনটিকে স্মরণীয় করে রাখতে স্ত্রীর ইচ্ছায় কুয়াকাটা বেড়াতে এসেছি।

রাজশাহী থেকে আসা পর্যটক দম্পতি জহিরুল ইসলাম ও জাহানারা বলেন, কুয়াকাটা এসে আমাদের খুবই ভালো লেগেছে, এখানকার পরিবেশ ভ্রমণের জন্য শতভাগ উপযোগী।

পর্যটকদের নিরাপদ ভ্রমণে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ও নৌ-পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম