
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম
বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ঢল, জুমার নামজে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সাদ

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
-67aeebf940620.jpg)
চলমান বিশ্ব ইজতেমায় আজ বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে পবিত্র জুমার বৃহত্তম জামাত। পবিত্র শবেবরাতের দিনে ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশগ্রহণ করতে মুসল্লিদের ঢল নেমেছে। আজকে জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
নিজামুদ্দিন অনুসারী তাবলিগ জামাতের সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম যুগান্তরকে এই সংবাদ নিশ্চিত করেন। এর আগে সকাল সোয়া ৮টায় মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ ইজতেমা ময়দানে পৌঁছেন।
শুক্রবার বাদ ফজর নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ অনুষ্ঠিত হচ্ছে পবিত্র জুমার বড় জামাত। সাথে ইজতেমার ইতিহাসে এই প্রথম শবেবরাত পালিত হচ্ছে ময়দানে। এই দুটো কারণে ইতোমধ্যে ইজতেমা ময়দানে মুসল্লিরা দলে দলে আসতে শুরু করেছেন। ধারণা করা হচ্ছে এই ইজতেমায় শবেবরাত যুক্ত হওয়ায় লাখো মুসল্লির সাথে শবেবরাত পালন করতে মুসল্লিরা বেশি করে আসছেন।
জুমার নামাজের পর বয়ান করবেন মাওলানা ওয়াসিফুল ইসলাম। আগামীকাল শনিবার বাদ ফজর বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ, তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম।
বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। রোববার আখেরি মোনাজাতের দিন হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ। তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।