Logo
Logo
×

সারাদেশ

চিলমারীতে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি বিপ্লবসহ ২৫০ আসামি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ এএম

চিলমারীতে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি বিপ্লবসহ ২৫০ আসামি

সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ

কুড়িগ্রাম-৪ (চিলমারী-রৌমারী-রাজিবপুর) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশসহ এজাহার নামীয় ৫০ জনসহ অজ্ঞাত দেড়শ থেকে ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আহত ভুক্তভোগী সাহেব আলী বাদী হয়ে এ মামলা করেন। চিলমারী মডেল থানার ওসি মুশাহেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে এ মামলায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাদী সাহেব আলী (১৯) উপজেলার রমনা মডেল ইউনিয়নের মুদাফৎ থানা এলাকার আমিনুল ইসলামের ছেলে।

গ্রেফতার তিনজন হলেন- রমনা মডেল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নূর-ই-এলাহী তুহিন (৪০), সাগর মিয়া (২৬) ও জাফিউল ইসলাম (৩২)। তারা সবাই রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সেই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছিলেন।

ওসি মুশাহেদ খান জানান, সাবেক এমপি বিপ্লব হাসান পলাশসহ ২৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা ১২ ফেব্রুয়ারি বুধবার নথিভুক্ত হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলমান রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম