Logo
Logo
×

সারাদেশ

দোহার-নবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১০

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৭ পিএম

দোহার-নবাবগঞ্জে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১০

চলমান অপারেশন ডেভিল হান্টের যৌথবাহিনীর অভিযানে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, সাবেক চেয়ারম্যান, ছাত্রলীগের নেতাকর্মী ও চোরসহ দশজনকে গ্রেফতার করা হয়েছে। 


বৃহস্পতিবার থেকে গত তিন দিনের অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অশরাফুল আলম।


ডেভিল হান্টে গ্রেফতাররা হলেন- নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি আল আমীন, নয়নশ্রী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল, বাহ্রা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান লিংকন, ডিএন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল, বাহ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন।

 

দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা ডাক্তার, উপজেলা আওয়ামী লীগের থানা কমিটির সদস্য মানিক শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান অনল, চিহ্নিত চোর দোহার উপজেলার মধুরচর গ্রামের হোসেন ফকিরের ছেলে সাগর।

 

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অশরাফুল আলম জানান, তাদের আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম