
লক্ষ্মীপুর থেকে মা-বাবার সঙ্গে সিলেটের সাদা পাথরে বেড়াতে এসেছিল শিশু মাহদি। পরিবারের সদস্যদের নিয়ে সাদা পাথরের সৌন্দর্য উপভোগ করে তারা। কিন্তু আনন্দঘন এই মুহূর্ত রূপ নিল বিষাদে। পাথরবোঝাই একটি ট্রাক প্রথমে তার হাত কেড়ে নিল।
তবুও প্রাণে বাঁচল না শিশুটি। কয়েকঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেল সে। গত বুধবার মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জে।
নিহত মাহদি (৫) লক্ষ্মীপুর সদরের চৌপল্লী গ্রামের মো. মমিনুল হক মামুনের ছেলে। সে তার বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্র জানায়, সাদা পাথর থেকে ফেরার পথে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের স্থানীয় টুকেরবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খান তারা। খাওয়া শেষ করে মাহদি রাস্তার পাশের দোকান থেকে কোমল পানীয় কিনতে যায়। এ সময় সিলেটগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে মাহদির ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।