রাস্তা থেকে তুলে সরিষাখেতে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৪

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে সরিষাখেতে নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেছে পাঁচ লম্পট যুবক। এ ঘটনার সঙ্গে জড়িত ৪ যুবককে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকছেদুর রহমান।
এর আগে গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ তার নিজের বাড়ি মুকসুদপুর উপজেলা থেকে ভাঙ্গায় আসার পথে গণধর্ষণের শিকার হন।
গ্রেফতারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলা আলগী ইউনিয়নের আউড়াকান্দা গ্রামের এজাহার মাতুব্বরের ছেলে সাইদুল মাতুব্বর, আইয়ুব মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর, পাঁচু মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ঝাটুকদিয়া গ্রামের ইলু খানের ছেলে নাসির খান।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ওই গৃহবধূ তার গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলা থেকে ইজিবাইকে করে ভাঙ্গায় ফুফুর বাড়ি আসছিলেন। ভাঙ্গার আউড়াকান্দা বাসস্ট্যান্ডে নামার সঙ্গে সঙ্গে পাঁচ যুবক গৃহবধূকে জোরপূর্বক তুলে সরিষাখেতে নিয়ে রাতভর পালাক্রমে গণধর্ষণ করেন। পরে ভোর হলে গৃহবধূকে অচেতন অবস্থায় ফেলে যুবকরা পালিয়ে যায়।
সকালে স্বামীর বাড়ি মাদারীপুর জেলার শিবচরে চলে যান ওই গৃহবধূ। সেখান থেকে পরদিন ১ ফেব্রুয়ারি ফুফুর বাড়ি ভাঙ্গা উপজেলার আউড়াকান্দা গ্রামে এসে ফুফুকে বিস্তারিত ঘটনা খুলে বলেন। এরপর ফুফু গৃহবধূর স্বামীকে বিস্তারিত ঘটনা বলেন। স্বামীও পরিবারের সঙ্গে আলোচনা করেন। পরে বুধবার দুপুরে ভাঙ্গা থানায় এসে গণধর্ষণের অভিযোগ করেন ভিকটিম। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে ভাঙ্গা থানায় এসে একটি গণধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। চার আসামিকে গ্রেফতার করে বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি। মেডিকেল পরীক্ষার জন্য গৃহবধূকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।