Logo
Logo
×

সারাদেশ

সাবেক প্যানেল মেয়র আলহাজ শেখ রিমান্ডে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

সাবেক প্যানেল মেয়র আলহাজ শেখ রিমান্ডে

বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও গুলি করে এম নুরুল্লাহ মন্ডল নামে এক ব্যক্তিকে আহত করার মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান। 

চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট এএসএম তাসকিনুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আলহাজ শেখ (৫৫) বগুড়া শহরের সুত্রাপুর গোহাইল রোডের মৃত মুনসুর রহমানের ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই শহরের কামারগাড়ি এলাকায় মিছিল বের করা হয়। এ সময় আলহাজ শেখ ও অন্য আসামিরা ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা নিক্ষেপ ও গুলি করেন। এতে কপালে গুলি লেগে নুরুল্লাহ মন্ডল নামে এক ব্যক্তি আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে কপাল থেকে গুলি বের করা হয়।

পরে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তার বাবা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট নারিচাগাড়ি গ্রামের সাইফুর রহমান মন্ডল গত ৪ নভেম্বর সদর থানায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ১১৪ নেতাকর্মীর নামে মামলা করেন।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আলহাজ শেখের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ২০ মামলা হয়। ডিবি পুলিশের একটি দল গত ৭ ডিসেম্বর রাত ৩টার দিকে শহরের সুত্রাপুর ঈদগাহ্ মাঠ এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম