Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

চট্টগ্রামে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিবাগত রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- জোবায়ের খান প্রকাশ জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), মো. জসিম উদ্দিন (২৯), মো. জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৫), রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৪), হাসনাত জামান বাবু (৪২), মো. ইফতার হোসেন আলভি (২০),  মো. হৃদয় (১৯), সাইফুল ইসলাম (৫৬), রমজান আলী (৫৫), মো. নুর (৪৮), মো. ইমরান হোসেন (৩২), এসএম ইউসূফ লিটন (৪৮), মো. এনাম (৩৫), মো. আব্দুল জলিল রিফাত (২৫), রিয়াদ হোসেন (২১), শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মো. মঞ্জুর আলম (৪০), নাজিম উদ্দিন (৪২), মো. ফয়সাল আক্তার চৌধুরী, শওকত মামুন (৫২), মো. সোলাইমান (৩০), সেকান্দর মিয়া (৫০), মো. আজিম উদ্দিন (২৩), মো. সৌরভ চৌধুরী (২৮), ফারুক (২৯), আবুল কালাম (৫৮), আল আমিন (১৯), নাছির উদ্দিন নাহিদ (৪০) এবং মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)।

সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম