কুমিল্লায় তৃণমূলের ভোটে নির্বাচিত হবেন মহানগর বিএনপির সভাপতি-সম্পাদক

আবুল খায়ের, কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লায় গণতান্ত্রিক পদ্ধতিতে এবার গঠন করা হবে মহানগর বিএনপির কমিটি। দুই হাজার সাতশ ২৭ তৃণমূল নেতাকর্মীর প্রত্যক্ষ ভোটে নগর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। আগামী ২৫ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সম্মেলনে এ ভোটাধিকার প্রয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।
বিষয়টি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের
মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রথমবারের মতো স্বচ্ছ ব্যালট পেপারে ভোটাধিকার
প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আয়োজনে খুশি নেতাকর্মীরা। এতে মাঠ পর্যায়ের
নেতাকর্মীদের মুল্যায়ন বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মহানগর বিএনপির সাংগঠনিক সূত্র
এসব তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২ মাসে
সম্মেলনের মাধ্যমে কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে।
প্রতিটি ওয়ার্ডে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
নেতাকর্মীরা জানান, ২৪ এর গণঅভ্যুত্থানের
পর দলের অভ্যন্তরে পরিপূর্ণ গণতন্ত্র চর্চার পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে কোনো ওয়ার্ডেই
পকেট কমিটি গঠন করা হয়নি। এবার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামোর মধ্যদিয়ে কমিটিগুলো
সম্পন্ন করা হয়। আগামী ২৫ ফেব্রুয়ারি মহানগর বিএনপির সম্মেলনে এসব কমিটির সব সদস্য
ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতৃত্ব নির্বাচন করবেন।
এরই মাঝে কেন্দ্র থেকে নির্বাচন কমিশন
গঠন করার কাজ চলছে। কমিশন স্বচ্ছ ভোটের ব্যবস্থা করবেন বলে জানা গেছে। এতে গোপন বুথ
এবং ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবে তৃণমূল।
এরআগে ১০ ফেব্রুয়ারির মধ্যে ২৭টি ওয়ার্ডের
পুর্ণাঙ্গ কমিটি মহানগর কমিটির কাছে জমা করবে। মহানগর আহ্বায়ক কমিটি তা অনুমোদন করে
কেন্দ্রে জমা করবে। এতে ২৭২৭ জন নেতাকর্মী ভোটার তালিকায় যুক্ত হবে।
নগরীর ২নং ওয়ার্ড বিএনপির নব-নির্বাচিত
সভাপতি নাহিদা আক্তার মুন্নি বলেন, সম্প্রতি স্বচ্ছ প্রক্রিয়ায় সম্মেলনের মাধ্যমে
আমাদের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরনের বিতর্ক ছাড়া এ কমিটি গঠন করা হয়।
এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উৎসাহ বেড়েছে।
৩নং ওয়ার্ড বিএনপির নব-নির্বাচিত সাধারণ
সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী বলেন, দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা পুরোদমে চলছে।
আমাদের মহানগর আহবায়ক কমিটি সাংগঠনিক কাঠামোর ভেতর থেকেই সব প্রক্রিয়া সম্পন্ন করেছে।
এবার তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন বাড়বে।
৮নং ওয়ার্ড বিএনপির নব-নির্বাচিত সাধারণ
সম্পাদক মেহেদী হাসান বলেন, এবার আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের
সমন্বয়ে ওয়ার্ড কমিটিগুলো গঠন করা হয়েছে। আমাদের ভোটে এবার মহানগর বিএনপির সভাপতি
সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা
টিপু বলেন, ওয়ার্ড কমিটিগুলো গঠন করার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছি।
এবার দল অনেক চাঙা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে থেকে গণতন্ত্র চর্চা শুরু হয়েছে। আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলে অনেক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে।
এবার পকেট কমিটি করার মত সুযোগ পায়নি কোনো মহল। আগামী ২৫ ফেব্রুয়ারি স্বচ্ছ ব্যালট
পেপারে ভোটাধিকার প্রয়োগ করে দুই হাজার সাতশ ২৭ জন ভোটার মহানগর বিএনপির সভাপতি এবং
সাধারণ সম্পাদক নির্বাচিত করবে।
মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী
আবু বলেন, কুমিল্লা মহানগর বিএনপিকে ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছি।
দলের নিবেদিত কর্মীরাই তৃণমূল পর্যায়ের নেতৃত্ব পেয়েছে। আগামীতে তারাই পছন্দের নেতৃত্ব
নির্বাচিত করবে।