Logo
Logo
×

সারাদেশ

পটুয়াখালীতে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৪ পিএম

পটুয়াখালীতে ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পটুয়াখালীতে ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। এছাড়া জেলা ছাত্রদলের আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন— আব্দুল করিম মৃধা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফ বিল্লাহ, পটুয়াখালী পলিটেকনিক ছাত্রদলের সাধারণ সম্পাদক অমি প্যাদা ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাকিব। বিজ্ঞপ্তিতে এই তিন নেতার দলীয় প্রাথমিক সদস্য পদ বাতিলসহ তাদের সঙ্গে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

অপরদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্য আরেকটি শোকজ নোটিশে দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম, সদস্য সচিব জাকারিয়া আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম