Logo
Logo
×

সারাদেশ

কন্টেন্ট ক্রিয়েট কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

কন্টেন্ট ক্রিয়েট কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

নুরুজ্জামান কাফির বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাত সাড়ে এগারোটার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে কলাপাড়ায় থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান। 

জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহন এবং ধানমন্ডি ৩২ এ গুমের আস্তানা ধ্বংসে জনগনের সঙ্গে ফ্রন্টে থাকায় পরিকল্পিতভাবে বাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে বলে কাফি তার মামলায় উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা কাফির বাড়ি পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙ্গে বের হতে সক্ষম হন। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া বাড়ির সামনে বুধবার সংবাদ সম্মেলন করে জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও সোশ্যাল মিডিয়ায় চেনামুখ কাফি বলেন, সম্প্রতি ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের সময় আমি সেখানে লাইভে ছিলাম, স্লোগান দিয়েছি। এ ঘটনায় আমার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সাত দিনের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

কাফি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল-যারা ৩২ নম্বর পুড়িয়ে দিয়েছে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি। 

তিনি বলেন, সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক এবং সরকার বাড়ি নির্মাণ না করলে ঢাকা ও কলাপাড়ায় রাজপথে আমি বিপ্লবী সরকারের ডাক দেব।

এর আগে ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি বলেন, ‘আমি এ দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হব, আমিই বিপ্লবী সরকার হব।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম