Logo
Logo
×

সারাদেশ

কয়লা আনতে গিয়ে মেঘালয় পাহাড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

কয়লা আনতে গিয়ে মেঘালয় পাহাড়ে বাংলাদেশি শ্রমিক নিহত

ভারতের মেঘালয় পাহাড়ে চোরাচালানের কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে ফের রজব আলী নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

নিহত রজব সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম লাকমা পশ্চিমপাড়ার মৃত সমশের আলীর ছেলে।

বুধবার দুপুর ১২টার পর কোনো এক সময়ে বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানি সদরের চারাগাঁও বিওপির ওপারে মেঘালয় পাহাড়ে ওই শ্রমিক নিহত হন।

বুধবার বিকালে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টুআইসি, লাকমা, চারাগাঁও সীমান্ত গ্রামের বাসিন্দারা ও স্থানীয় ইউপি সদস্য বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

বুধবার বিকালে তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টুআইসি বলেন, উপজেলার লাকমা পশ্চিমপাড়ায় নিহতের বাড়িতে গিয়ে জানতে পারি ভারতে কয়লা আনতে গিয়ে কোয়ারি ধসে রজব আলী নিহত হয়েছেন। লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত ৭-৮ মাসে রজব আলীসহ কমপক্ষে ১৬ শ্রমিক মেঘালয় পাহাড়ের গহিনে চোরাচালানের কয়লা আনতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন সীমান্তের বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার চারাগাঁও সীমান্তের আওয়াল মিয়া, সংসারপাড়ের ইউনিয়ন যুবদলের কথিত নেতা হাবিবুর রহমান হবি (মামলার আসামি), শফিকুল ইসলাম ভৈরব্যা মামলার (আসামি), নওমুসলিম দিপকসহ বেশ কয়েকজনের অধীনে মঙ্গলবার মধ্যরাতে চারাগাঁও বিওপির ওপারে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে শতাধিক শ্রমিকের সঙ্গে লাকমা পশ্চিমপাড়ার রজব আলী চোরাচালানের কয়লা আনতে যান।

ভারতের মেঘালয় পাহাড়ের গহিনে থাকা কোয়ারিতে পালাক্রমে রাত থেকে বুধবার বেলা ১২টা পর্যন্ত কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারি ধসে কয়েকজন আহত হন। ওই সময় রজব আলী কোয়ারি ধসে কোয়ারির ভেতরই নিহত হন।

অন্য শ্রমিকরা বুধবার বিকাল ৪টার পর বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নজর এড়িয়ে কৌশলে লাশ গ্রামের বাড়ি লাকমা পশ্চিমপাড়ায় পৌঁছে দিয়ে সটকে পড়েন।

বুধবার বিকেলে একাধিক শ্রমিক এসব তথ্য নিশ্চিত করেন। কয়লার চোরাচালান প্রসঙ্গে জানতে চাইলে তারা বলেন, চারাগাঁও সীমান্তের আওয়াল, হাবিবুর রহমান হবি, শফিকুল ইসলাম ভৈরব্যা, নওমুসলিম দিপক সব কিছু ম্যানেজ করে কয়লা চোরাচালান করাচ্ছে।

শ্রমিক নিহত কয়লা চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবি বলেন, আগে আওয়ামী লীগের আমলে কয়লা চোরাচালান হয়েছে, এখনও হচ্ছে, তবে এসবের সঙ্গে আমি জড়িত না। এলাকায় খোঁজ নেন।

২৮ বিজিবির চারাগাঁও বিওপির নায়েব সুবেদারের কাছে থাকা সরকারি মোবাইল ফোনে কল করে সীমান্তের ওপারে কয়লা কোয়ারি ধসে রজব আলী নামে এক শ্রমিক নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে সিপাহী আসাদ নামে একজন ফোন কল রিসিভ করে বলেন, স্যার (নায়েব সুবেদার বিল্লাল) বাহিরে আছেন।

তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই আবীর দাস বলেন, আমি ছুটিতে আছি।

টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই কার্তিক বলেন, রজব আলী কয়লা আনতে গিয়ে নিহত হয়েছেন; কিন্তু কয়লা চোরাচালানে পুলিশি সম্পৃক্ততার কথা সত্য নয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম