Logo
Logo
×

সারাদেশ

সড়কে একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

সড়কে একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর

রাজবাড়ীর সড়কে একসঙ্গে প্রাণ গেল দুই বন্ধুর। জেলার পাংশা উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে তারা নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ সড়কের মৌরাট ইউনিয়নের রুপিয়াট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সরিষা ইউনিয়নের মো. শরিফুল ইসলামের ছেলে শুভ (১৮) ও মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে নিলয় (২৪)। 

প্রত্যক্ষদর্শী মো. বিপ্লব হোসেন জানান- আমি পাংশার রুপিয়াট মোড়ে বসেছিলাম, এ সময় শুভ ও তার বন্ধুসহ তিনজন একটি মোটরসাইকেলে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিলেন। তখন রুপিয়াট মাদ্রাসার সামনে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শুভ, নিলয়সহ তার বন্ধু গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাংশা উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আনোয়ারুল ইসলাম খান বলেন, দুই বন্ধুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি মো. সালাউদ্দিন যুগান্তরকে বলেন, নিহত দুই বন্ধুর লাশ হাসপাতাল রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম