Logo
Logo
×

সারাদেশ

খালেদা জিয়ার সাজে শিশু মানহা

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

খালেদা জিয়ার সাজে শিশু মানহা

ঝিনাইদহের কালীগঞ্জে সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেজে তাক লাগিয়েছেন শিশু নাজিবা নুর মানহা। বুধবার বিকালে উপজেলার চাপরাইল বাজারে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশের মঞ্চে শিশুটিকে দেখা যায়।

শিশু নাজিবা নুর মানহা শহরের সুনিকেতন পাঠশালার ২য় শ্রেণির শিক্ষার্থী। সে উপজেলার ফারাশপুর গ্রামের শিপুল রহমানের মেয়ে।

জানা গেছে, বুধবার বিকাল ৩টায় উপজেলার চাপরাইল বাজারে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ফ্যাসিস্ট গণহত্যাকারী পতিত স্বৈরাচার হাসিনার অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখাসহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক সমাবেশের আয়োজন করা হয়।

বিকাল ৪টার দিকে মঞ্চে আসে শিশু মানহা। এ সময় সে প্রধান অতিথির সঙ্গে দাঁড়িয়ে সমাবেশে আগত নেতাকর্মীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানায়। গোলাপি রঙের শাড়ি পরে দলীয় পতাকা হাতে নিয়ে বসে থাকে মঞ্চে। এ সময় নেতাকর্মীদের তার সঙ্গে ছবি তোলার দৃশ্য দেখা যায়।

মেয়েটির মা কানিজ ফাতেমা বলেন, তার পরিবার বিএনপি দলকে ভালোবাসেন। মেয়ের বাবার ইচ্ছায় মেয়েকে খালেদা জিয়ার মতো সাজিয়েছে। মেয়েকে সঙ্গে নিয়ে তারা স্বামী-স্ত্রী সমাবেশস্থলে এসেছেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেত্রী। তিনি গণতন্ত্রের মা। এমন দেশপ্রেমিক মা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নিক। ছোট শিশু মানহা গণতন্ত্রের মা খালেদা জিয়া সেজে সবাইকে তাক লাগিয়েছে। শিশুটির জন্য সবাই দোয়া করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম