Logo
Logo
×

সারাদেশ

যৌনপল্লিতে যুবকের আত্মহত্যা

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫ পিএম

যৌনপল্লিতে যুবকের আত্মহত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে (পূর্বপাড়া) ফাঁস নিয়ে মামুন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সাজেদা বেগম নামে এক বাড়িওয়ালীর ভাড়া ঘরের বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ ও স্থানীয়রা জানান।

মৃত মামুন দৌলতদিয়া মাস্টারপাড়ার সামছু মাস্টারের ছেলে।

জানা গেছে, বাড়িতে মামুনের স্ত্রী-সন্তান রয়েছে। পাশাপাশি যৌনপল্লিতে সুমি আক্তার নামে একটি মেয়ের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। এ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। এছাড়া তিনি নিয়মিত বিভিন্ন মাদক সেবন করতেন। ধারদেনাও ছিল বিভিন্নজনের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকতে দেখে মামুনের মেয়ে লোক সুমি চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ, অতিরিক্ত মাদক সেবন ও হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রকৃত সত্য জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম