Logo
Logo
×

সারাদেশ

তামাকখেতে পড়ে ছিল হাতির মরদেহ

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

তামাকখেতে পড়ে ছিল হাতির মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় রিজার্ভ বনাঞ্চলের ভেতরে একটি দলছুট বন্যহাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘুনিয়া আবুলের ঘোনাস্থ রিজার্ভ এলাকার পাশে তামাকখেত থেকে বন্যহাতির মরদেহটি উদ্ধার করেছেন বনকর্মীরা। 

স্থানীয় বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথভাবে বৈদ্যুতিক ফাঁদে হাতি হত্যার বিরুদ্ধে একাধিক সচেতনতামূলক সভাও করেন। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিনের নেতৃত্বে ইতোপূর্বে ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকার কয়েকটি তামাকখেত থেকে বৈদ্যুতিক ফাঁদ অপসারণও করা হয়েছিল। সর্বশেষ বুধবার ওই একই এলাকায় হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মেহরাজ উদ্দিন বলেন, বুধবার সকালে বনভূমির রিজার্ভ এলাকায় একটি মৃত বন্যহাতি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আমাদের খবর দেন। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ময়নাতদন্তের জন্য পেট কেটে বেশকিছু আলামত সংগ্রহ করে হাতির মরদেহ রিজার্ভ বনের ভেতরে মাটি চাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মৃত পুরুষ হাতিটির বয়স ৪০ থেকে ৪২ বছর। হাতিটির মরদেহে কোথাও আঘাতের চিহ্ন নেই। তারপরও ঠিক কী কারণে হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়া গেলে হাতির মৃত্যুর রহস্য উদঘাটন হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

স্থানীয় লোকজন বলেন, চকরিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকাজুড়ে তামাকখেত রয়েছে। পাহাড়ি এসব এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে তামাকখেত রক্ষা করতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করছেন কৃষকেরা। এ ধরনের ফাঁদে পড়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম