এতিম কাশেমকে হত্যা: আ.লীগ সন্ত্রাসীদের বিচার দাবিতে গাজীপুরে বিক্ষোভের ডাক

মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুর
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম

গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে আজ রাতেই গাজীপুরের শিববাড়ি মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত মশাল ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে ও সাড়ে ১১টায় মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন আল-হেরা সিএনজি পাম্প মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মুহন বলেন, শহিদ কাশেমকে আওয়ামী ফ্যাসিবাদরা হত্যা করেছে। তার প্রতিবাদে আজ রাতেই গাজীপুরের শিববাড়ি মোড় থেকে ডিসি অফিস পর্যন্ত মশাল ও বিক্ষোভ মিছিল হবে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং সকাল সাড়ে ১১টায় মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন আল-হেরা সিএনজি পাম্প মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহত আবুল কাশেম (১৭) গাজীপুর মহানগরীর দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত জামান হাজীর ছেলে। বুধবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করলে তাদের আটকে মারধর করা হয়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন।
এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামে আওয়ামী লীগের এক কর্মী।