Logo
Logo
×

সারাদেশ

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী ও ২৬ বছরে পদার্পণ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড. মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, শিশু বিশেষজ্ঞ ডা. একে জিল্লুল হক, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল আহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের সমন্বয়ক তানজিয়া শিশির, রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও মৌলভীবাজার প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম