Logo
Logo
×

সারাদেশ

সত্য প্রকাশে অবিচল থেকে যুগান্তর পাঠকের অন্তরে ঠাঁই করে নিয়েছে

Icon

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৩ পিএম

সত্য প্রকাশে অবিচল থেকে যুগান্তর পাঠকের অন্তরে ঠাঁই করে নিয়েছে

‘নতুন পানিতে সফর এবার’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে র‌্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বুধবার যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

যুগান্তর স্বজন সমাবেশ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের সভাপতিত্বে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বায়েজিদ বিন ওয়াহিদের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান।
 
রজতজয়ন্তীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইন উদ্দিন আলমগীর।

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ত্যাগ জাতি কখনো ভুলবে না। তার রেখে যাওয়া যমুনা গ্রুপে লাখো মানুষের কর্মসংস্থান করে গেছেন তিনি। আজীবন এ দেশের মানুষ তার কথা মনে রাখবে।

বক্তারা বলেন, আপসহীনভাবে পথ চলে এ পর্যায়ে পৌঁছতে পেরেছে দৈনিক যুগান্তর। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পথে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নির্যাতিত মানুষের পাশে থাকবে। এছাড়া ‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগানে দৈনিক যুগান্তরের অভিযাত্রায় বঞ্চিত মানুষের মুখপত্র হিসেবে অন্যায়, অবিচার, অনিয়মসহ নানা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। সত্য প্রকাশে অবিচল থেকেছে। ফলে শুরু থেকেই যুগান্তর পাঠকের অন্তরে ঠাঁই করে নিয়েছে।

এতে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, উপজেলা সমাজসেবা অফিসার সাব্বির সারোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরীর প্রদীপ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষ মুজিবুর, দেশপ্রবাস সভাপতি নূরুল হক, বিএমএফ টিভির প্রতিনিধি দিল আহমেদ, জৈন্তাবার্তা প্রতিনিধি মহসিন কবির, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আব্দুস সামাদ আফিন্দি নাহিদসহ স্বজন সমাবেশের সদস্য ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম