হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী দম্পতি চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া এক দম্পতিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাতে নগরীর চকবাজার থানার দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার দুজন হলেন- হাফিজুল ইসলাম ও সমেলা বেগম। এই দম্পতিকে ইয়াবাসহ গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছিল পুলিশ।র্যাব জানায়, গত ৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজি পাইকডাঙ্গা বাবুরহাট বাজারের উত্তর এলাকা থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী সমেলা বেগমকে গ্রেফতার করা হয়। আসামিদের নিয়ে থানায় যাওয়ার সময় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার জামে মসজিদসংলগ্ন পাকা রাস্তার উপর আসামিদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জন পুলিশের ওপর হামলা করেন।এ সময় দেশীয় ধারালো অস্ত্র, লাঠি, লোহার রড, গাছের ডাল ইত্যাদি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে হাতকড়াসহ আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় ভূরুঙ্গামারী থানার এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ এবং ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছিলেন।র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুড়িগ্রামে পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে তারা নগরীর দামপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।