Logo
Logo
×

সারাদেশ

জাদুকাটা নদীর পাড় কেটে বালি ও পাথর চুরি, আটক ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

জাদুকাটা নদীর পাড় কেটে বালি ও পাথর চুরি, আটক ৩

সুনামঞ্জের তাহিরপুরে জাদুকাটা নদীর পাড় (তীর) কেটে খনিজ বালি ও পাথর চুরির সময় তিনজনকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার মো. আনজু মিয়া, ছিদ্দিক মিয়া, হানিফ মিয়া।

মিডিয়া সেল জানায়, তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার বড়টেক, নির্মাণাধীন জাদুকাটা সেতু, রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়া বাড়ি (মন্দির) ও জামাইল্যার চর এলাকার নদীর পাড় (তীর) কেটে নিয়ে যাওয়া হয়। এ খবরে মঙ্গলবার অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এতে খনিজ বালি ও পাথর চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ওই তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম