অপারেশন ডেভিল হান্ট যতদিন প্রয়োজন ততদিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্ট যতদিন প্রয়োজন ততদিন এ অভিযান অব্যাহত থাকবে। তবে আপনারা ভালো জানেন- ডেভিল হান্ট অভিযান কতটুকু সফলতা অর্জন করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আমি কিছুই জানি না। তবে আমার জানামতে, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে বক্তব্য শেষে এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার কথা, সেভাবে প্রচার করা হচ্ছে না। আমরা সেদিকেও খেয়াল রাখছি।
এর আগে আনসার ভিডিপি একাডেমিতে দরবার হলে ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সম্প্রতি বছরগুলোতে বাহিনীর সদস্যরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করেছেন। বাংলাদেশ আনসার সদস্যদের দেশ গঠনে অগ্রণী ভূমিকা রয়েছে। আনসার সদস্যরা সব জায়গায় কাজ করে যাচ্ছেন। দেশের ক্রান্তিকালে তারা অগ্রণী ভূমিকা পালন করছেন। সদস্যদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার জন্য আলোচনা হচ্ছে। আরও যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তরুণদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করছে। ভিডিপি সদস্যদের জন্য ডিজিটাল ডাটাবেস তৈরি ও নতুন জব-কাঠামো সংযোজন করা হয়েছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) সহযোগিতায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাহিনীর মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী নীতিমালার আওতায় আনা হয়েছে, যা তরুণদের কর্মসংস্থানে সহায়তা করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের কল্যাণের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বাহিনী প্রধানের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনসার ব্যাটালিয়নের ফ্রেশ রেশন ভাতা বৃদ্ধি, অঙ্গীভূত আনসারদের রেশন স্কেল প্রণয়ন এবং ভিডিপি সদস্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বাহিনীর আর্থ-সামাজিক উন্নয়নে আনসার-ভিডিপি ক্লাব-সমিতি, আনসার-ভিডিপি কো-অপারেটিভ সোসাইটি, আনসার-ভিডিপি ট্রাস্ট এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক কার্যকরভাবে কাজ করছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে বাহিনীয় দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।