ট্রাক উল্টে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
![ট্রাক উল্টে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/12/pic-(3)-67ac9b819abad.jpg)
চট্টগ্রামের মীরসরাইয়ে কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে মোটরসাইকেল ও লেগুনার ওপর পড়েছে। এতে মো. আক্তার হোসেন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।
ক্ষতিগ্রস্ত লেগুনা চালক নুরুল মোস্তফা বলেন, সকালে গাড়িতে যাত্রী তুলছিলাম। এ সময় আক্তার আমার গাড়ির পাশে মোটরসাইকেল থামিয়ে তার কিছু পণ্য দরদাম করছিলেন। এমন সময় কয়লাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিভাজকে ধাক্কা লেগে উল্টে পড়ে। ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে মোটরসাইকেল ও আমার গাড়ির ওপর উল্টে পড়ে। এতে মোটরসাইকেলসহ আক্তার ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের চাপায় আমার লেগুনার সামনের কিছু অংশ ক্ষতি হলেও অল্পের জন্য আমি রক্ষা পাই।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিরা হাইওয়ে থানা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দুর্ঘটনা নিহতের বাড়ির পাশে হওয়ায় স্বজনরা এসে তার মরদেহ নিয়ে গেছেন। ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত লেগুনাটি হেফাজতে নিয়েছি।
তিনি ধারণা করছেন, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।