Logo
Logo
×

সারাদেশ

ট্রলারের জন্যই খুন করা হয় মাহবুবকে

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

ট্রলারের জন্যই খুন করা হয় মাহবুবকে

বরিশালের উজিরপুরে পূর্বশত্রুতা ও ট্রলার ছিনতাই করতেই যাত্রীবেশে চাচাকে হত্যা করে ভাতিজা ও তার পরিবার। উপজেলার শিকারপুর গ্রামে গত ৩১ জানুয়ারি এ ঘটনা ঘটে।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ৬ আসামির উপস্থিতিতে বুধবার বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- বরিশালের উজিরপুরের সুজন হাওলাদার (২৫), রিয়াদ হাওলাদার (২৩), মুলাদীর নাঈম হাওলাদার (২৩), সাব্বির খান (১৯), তাজিম হাওলাদার (১৭) এবং বরগুনা জেলার তাসিন হাওলাদার (১৬)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরিফ উদ্দীন লিখিত বক্তব্যে জানান, গত ৩১ জানুয়ারি শিকারপুর খেয়াঘাটে ট্রলারচালক মাহাবুব হাওলাদারকে যাত্রীবেশে মাঝ নদীতে নিয়ে হত্যা করে তার ভাতিজাসহ ছয়জন। ওই ঘটনায় থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করে মাহাবুবের পরিবার।

ট্রলারচালক মাহাবুব উপজেলার মুণ্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে।

পুলিশ সুপার আরও বলেন, ট্রলারচালক মাহাবুবের সঙ্গে তার ভাইয়ের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধের জেরে গত ৩১ জানুয়ারি হত্যার পরিকল্পনা করে মাহাবুবের ভাই জামাল ও তার ছেলেরা। পরিকল্পনা অনুযায়ী যাত্রীবেশে ট্রলারে উঠে মাহাবুবকে হত্যা করে নদীতে ফেলে দিয়ে ট্রলার নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

তিনি বলেন, ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে উজিরপুর উপজেলার পৃথক জায়গা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের হত্যা মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম