Logo
Logo
×

সারাদেশ

বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

Icon

লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ধর্ষণ মামলার আসামি

চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে লোহাগাড়ার আধুনগর গর্জনিয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম মো. রিপন (৩০)। তিনি গর্জনিয়া পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি  রিপনের নেতৃত্বে দুজন মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে। পরে ওই ছাত্রীকে রিপনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ছাত্রীকে ধর্ষণ ও মারধর করা হয়। পরে ভুক্তভোগীকে লোহাগাড়া থানার সাউন্ড হেল্থ হাসপাতালের সামনে ফেলে রেখে চলে যায় অপহরণকারীরা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের আওতায়  রিপনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে একনলা বন্দুক ও কার্তুজ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে আদালতে তোলা হয়।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম