হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, কামড়ে ছিঁড়ে ফেলল যুবকের কান

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৫ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় হর্ন বাজানোকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রসহ দুই যুবক আহত হয়েছেন। এর মধ্যে এক যুবকের বাম পাশের কান কামড়িয়ে ছিঁড়ে ফেলারও ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের
সামনে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুজন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য
কমেপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরেক দফায় সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জন্মনিবন্ধন করার জন্য তিন ভাইকে সঙ্গে
নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে গোপালপুর বোর্ড অফিসে যায় চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের
ছেলে মোহাম্মাদ ফকির (২৪)। ওই সময় বোর্ড অফিসের সামনে কয়েকজন বন্ধুকে নিয়ে দাঁড়িয়ে
ছিল কলেজ শিক্ষার্থী রিফাত। ভ্যানটি বোর্ড অফিসের সামনে গেলে হর্ন দেয়। এ নিয়ে রিফাতের
সঙ্গে ভ্যানচালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এতে যুক্ত হন মোহাম্মদ ফকির। সংঘর্ষ বাধে
দুজনের মধ্যে। এ সময় মোহম্মাদ ফকির রিফাতের বাম পাশের কান কামড়িয়ে কিছু অংশ তুলে ফেলেন।
আহত হন মোহাম্মদ ফকিরও।
আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার বন্ধুরা। সে সময় মোহাম্মদ ফকিরকেও তার ভাইয়েরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ‘খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’