Logo
Logo
×

সারাদেশ

ঘিওরে দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশ কনস্টেবল

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

ঘিওরে দায়িত্ব পালনকালে মারা গেলেন পুলিশ কনস্টেবল

মানিকগঞ্জের ঘিওরে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন পুলিশের কনস্টেবল রফিকুল ইসলাম (৪৮)। মঙ্গলবার রাতে ঘিওর থানায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল টাঙ্গাইলের কালিহাতী উপজেলার করুয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর রফিকুল থানা প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন। সেখানে রাত সাড়ে ৮ টার দিকে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে অন্য পুলিশ সদস্যরা অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান বলেন, পুলিশের ওই সদস্য ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। আকস্মিক ডায়াবেটিস শূন্য হওয়ার কারণে তার মৃত্যু হতে পারে। 

ঘিওর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্য রফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ কনস্টেবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম