Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ

Icon

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২১ পিএম

সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দেওয়া সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে দক্ষিণ বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানার ৯ এসএর ৯৭৮ নম্বর পিলারের পাশে একটি ইউক্লিপটাস গাছে স্থাপিত ক্যামেরাটি খুলে নেওয়া হয়।  

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে রোববার গভীর রাতে ক্যামেরাটি স্থাপন করে বিএসএফ।  সোমবার সকালে তা দেখেন স্থানীয়রা।  পরে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানালে বিষয়টি নিয়ে বিএসএফকে আপত্তি জানায় বিজিবি। পরে কয়েক দফা পতাকা বৈঠকের পর গতকাল দুদেশের অধিনায়ক পর্যায়ের আলোচনা হয়। এতে সীমান্তের ক্যামেরা সরানোর সিদ্ধান্ত হয়।  

এছাড়া বৈঠকে সীমান্তের শূন্যরেখার ১৫০ গজের মধ্যে স্থায়ী স্থাপনা না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম