Logo
Logo
×

সারাদেশ

বেলকুচিতে মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি-

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৯ এএম

বেলকুচিতে মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে এক কৃষক মারা গেছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

ওই কৃষকের নাম আনছর আলী (৪২)। তিনি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামের সাদেক আলী সরকারের ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, আনছার আলী বিকালে ধানের চারা তোলার জন্য জমিতে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে একদল মৌমাছি তাকে আক্রমণ করে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম জানান, মৌমাছির আক্রমণের শিকার আনছার আলীকে হাসপাতালে আনা হলে আমরা মৃত অবস্থায় পাই। মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম