Logo
Logo
×

সারাদেশ

চিতলমারীতে ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

Icon

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ এএম

চিতলমারীতে ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

প্রতীকী ছবি

বাগেরহাটের চিতলমারীতে ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছেন। আহতদের চিতলমারী, টুঙ্গিপাড়া,ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে চরচিংগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার কলাতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে গোলাম কিবির মাষ্টার গ্রুপ ওমোস্তাফিজুর রহমান কচি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় গ্রুপের কমপক্ষে ১৫জন আহত হন।

এব্যাপারে গোলাম কিবির মাষ্টার বলেন, দুপুর দুইটার দিকে ৫০ ভোট বাকি থাকতে মোস্তাফিজুর রহমান কচির লোকজন যখন বুঝতে পারছে তারা ঠকে যাচ্ছে তখন তারা অতর্কিত হামলা চালায়। পিটিয়ে কুপিয়ে তার দলের ৬/৭জনকে আহত করে।

মোস্তাফিজুর রহমান কচি জানান, তার পক্ষের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী জয় লাভ করেছে এমন খবর শুনে কিবির মাষ্টারের লোকজন তাদের উপর হামলা চালিয়ে তার গ্রুপের ৭/৮জন কে গুরুতর জখম করেছে। তাদেরকে চিতলমারী, টুঙ্গিপাড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, সম্মেলনকে কেন্দ্র করে ৫০০ গজের মধ্যে কোন ঘটনা ঘটেনি। কলাতলা ইউনিয়ন বিএনপির প্রার্থী গোলাম কিবির মাষ্টারের ছেলে ও তার লোকজনের উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এর মধ্যে আওয়ামী মাইন্ডের লোকজনও জড়িত থাকতে পারে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। যদি বিএনপির লোকজন এর সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিতলমারী থানার ওসি এস, এম শাহাদাৎ হোসেন জানান, কলাতলা ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষই থানায় অভিযোগ করেনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম