Logo
Logo
×

সারাদেশ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ এএম

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মিফতাহুল জান্নাত মিতু (৭) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

মিতু ওই এলাকার মো.আবু হানিফের কন্যা ও এমএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। 

নিহত মিফতাহুল জান্নাত মিতুর চাচা শওকত হোসাইন বিজয় বলেন, মিতু বাড়ির উঠানে খেলছিল। তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজা শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে মিতুর পিতা আবু হানিফ নিজ পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পুকুরটি কিছুদিন আগে খনন করা হয়েছে। চলতি বোরো মৌসুমে সেচের পানি ঢুকে পড়ে পুকুরটি একাকার হয়। ধারণা করা হচ্ছে খেলার ফাঁকে কোন এক সময় মিতু পুকুরে পা ধুতে গেলে পা পিছলে পুকুরে পড়ে যায়। এতে তার মর্মান্তিক মৃত্যু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম