Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: মৌলভীবাজারে গ্রেফতার ৪৪

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

অপারেশন ডেভিল হান্ট: মৌলভীবাজারে গ্রেফতার ৪৪

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশের মতো মৌলভীবাজারেও পরিচালিত হচ্ছে ডেভিল হান্ট অপারেশন। বিশেষ এ অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

জেলা পুলিশ জানায়, গত দুই দিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুন নূর ও নিষিদ্ধ সংগঠন কালাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এছাড়াও গ্রেফতারকৃত অন্যরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম