Logo
Logo
×

সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট: সাভারে গ্রেফতার ১২

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮ পিএম

অপারেশন ডেভিল হান্ট: সাভারে গ্রেফতার ১২

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে সাভারের বিভিন্ন এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার সাভার মডেল থানার (ওসি) তদন্ত মো. আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন-মো. দেলোয়ার হাওলাদার (৫৭), যুবরাজ ইসলাম লিমন (২২), সাইফুল ইসলাম (৩৪), মো. শওকত আলী (৬৫), মো. আব্দুর রাজ্জাক (৪৩), রুহুল আমীন (৫৫), মো. নাছির হোসেন (২৪), মো. সেলিম  (৫০), মো. আনোয়ার হোসেন মাঝি (৪৪), মো. শাহাদাত হোসেন (৩৪), আসমা খানম শিল্পী (৩৭) ও মো. আবুবকর ছিদ্দিক (৪৮)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম