Logo
Logo
×

সারাদেশ

বিজিবি-বিএসএফ বৈঠকে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ পিএম

বিজিবি-বিএসএফ বৈঠকে সিসি ক্যামেরা অপসারণের আশ্বাস

বিজিবির জোরালো অবস্থান এবং তীব্র প্রতিবাদের মুখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাশজানি সীমান্ত থেকে সিসি টিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ। সীমান্তে বিএসএফ-এর সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে মঙ্গলবার বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পতাকা বৈঠকে ভারতের পক্ষ থেকে তারা এ আশ্বাস দেয়।

মঙ্গলবার বেলা ১১টায় জোড়া মসজিদের কাছে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের প্রায় পৌনে দুই ঘণ্টার এ বৈঠকে জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

জানা যায়, ১০ ফেব্রুয়ারি ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবির দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এস-এর কাছে সীমান্ত শূন্যলাইন থেকে ৫ গজ ভারতের ভেতরে জোড়া মসজিদ নামক স্থানে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়ল জোড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে। বিষয়টি বিজিবির নজরে এলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানান।

বাংলাদেশের পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার বৈঠকে নেতৃত্ব দেন।

গাড়লজোড়া ক্যাম্পের বিএসএফ-১৬২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্যলাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। প্রত্যুত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে তা খুলে ফেলার জন্য আহ্বান জানান। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয়ে আশ্বস্ত করেন।

কুড়িগ্রাম-২২ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্যলাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম