Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়ার কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪০ পিএম

আশুলিয়ার কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় রেডিয়ান্স জিন্স পোশাক কারখানার ভেতরে মোস্তফা নামের এক শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।  এ ঘটনায় কারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মোস্তফার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের ৮ তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন। 

শ্রমিকরা জানান, সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। এ খবর পুরো কারখানার শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে হত্যাকাণ্ডের সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় এবং সবাই অ্যাসেম্বলিতে অবস্থান নেয়। 

তাদের অভিযোগ, মোস্তফাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।  

আশুলিয়া শিল্প পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কারখানার ভেতরে শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। তবে শ্রমিকরা মরদেহ বের করতে দেননি। 

তিনি বলেন, রাতে কারখানা বন্ধ হওয়ার পর মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের পর ওই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম