Logo
Logo
×

সারাদেশ

যুগান্তর সঠিক সংবাদ প্রচার করে অনুপ্রাণিত করছে

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

যুগান্তর সঠিক সংবাদ প্রচার করে অনুপ্রাণিত করছে

হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী বলেছেন, পত্রিকা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের প্রতিচ্ছবি। সমাজ এবং রাষ্ট্র সঠিক বিনির্মাণে সাংবাদিক, সংবাদপত্রের বিশাল ভূমিকা রয়েছে। যুগান্তর রাষ্ট্রের বিভিন্ন প্রতিকূল পরিবেশে এবং অনুকূল সময়ে সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছে, আমাদের সতর্ক করেছে।

তিনি বলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের সঙ্গে সাংবাদিকদের যেন সুসম্পর্ক গড়ে উঠে। যুগান্তরের মাধ্যমে আমি একটি বার্তা সবার কাছে পৌঁছাতে চাই যে, আমাদের মেডিকেল কলেজের কোনো স্থায়ী ক্যাম্পাস নাই। স্থায়ী ক্যাম্পাস যদি থাকে তবে মেডিকেল কলেজের সঙ্গে একটি হাসপাতাল হবে। মানুষের সেবার মান আরও প্রসারিত হবে। জনমানুষের উন্নয়নে আমরা যেন সবাই একসঙ্গে কাজ করি। যুগান্তর যুগ যুগ ধরে সাংবাদিকতার মাধ্যমে দেশ এবং জনগণের সেবা করুক এ কামনা করি।

দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী এসব কথা বলেন।

যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকনের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাবেক সভাপতি মো. ফজলুর রহমান।

এতে উপস্থিত ছিলেন- আব্দুল হালীম, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, সাইফুর রহমান তারেক, সৈয়দ মশিউর রহমান, এমআর শায়েল, অপু আহমেদ রওশন, ইলিয়াস আলী মাসুক, মো. শাহ আলম, তানভীর আহমেদ, আনোয়ার হোসেন, জাহেদ আলী মামুন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম